হে ! কষ্ট আমায় স্পর্শ করো, নিবিড় স্পর্শ
আরও অন্তরঙ্গ হয়ে, মিশে যাও আমার তরে,
তোমার স্পর্শে-ই চূর্ণ হবে -
পাপের আধার, নিশ্চিত পতন ।
আজ, তুমি আমার ভিতরে প্রবাহিত হও
বর্ষার নব যৌবনা নদীর মতন,
মিলেমিশে একাকার হয়ে, ভাসিয়ে নাও আমায়
তোমার অতল গর্ভে ।
কষ্টের আঙিনায় করি বসবাস
কষ্ট ! আমি তোমাকেই নিতে এসেছি,
আমি তোমাতে-ই হারিয়ে গেছি,
আমি সর্বস্ব হারিয়ে, কাঁদাতে এসেছি,
আমায় কাঁদতে দাও ।
আমি কষ্টের অথই জোয়ারে ভাসাতে এসেছি
বিকেলের কাছে ঝলসে যাওয়া, পোড়া দুপুরের কান্নায়,
আমি ঝলসে যেতে এসেছি -
আমি সব সয়ে-ই তোমাতে বিলীন হতে এসেছি ।
আজ, আমার কষ্ট'রা বেশ ভালোই দিন কাটাচ্ছে
দৈনন্দিন সকল দায়িত্ব পালন করছে ঠিক-উঠাক,
আমার সুখের ফাঁকা একাউন্টে জমা পরে আছে –
কিছু দুঃখ, কিছু কষ্ট আর ব্যর্থতার গ্লানি ।
রচনাকাল : নভেম্বর / ২০২০