তোমার স্মৃতি খোঁজে বেড়াই আজো
স্তনভার ধরণীর বুকে, তাকাই যেদিকে,
হৃদয় মাঝে ভাসে-
স্পর্শ কাতর ভালবাসার স্মৃতি ।
অনুভব করি শিশির ভেজা ঘাসে
একবিন্দু শিশির ফোটা,
মিশে যায়, সবুজ ঘাসের তরে ।
শিশির ভেজা ঘাসের মত
মিশে আছো আজো,
হৃদয় আঙিনায় ।
হৃদয়ে আঁকা স্মৃতির মাঝে
স্পর্শ করবো তোমায় -
অহংকারে মুছে যাবে,
সকল দীনতা -
গভীর হবে ভালবাসা,
পাবো অমৃত স্বাদ ।
স্পর্শ সুখে -
লিখবো অজস্র কবিতা,
অজস্র স্মৃতির মাঝে,
পাবো স্পর্শ সুখ ।
স্মৃতিময় ভালবাসায়
অমরত্ব হবে দাস,
স্পর্শ কাতর স্মৃতিকে করে সঙ্গী -
বেঁচে থাকবো কাল থেকে মহাকাল ।