পৃথিবীটা এখনো, পুরানো হয়ে যায়নি
যতটা, তুমি ভাবছ !
এখনো মাটির গন্ধ-
জীবন্ত ঝলমলে জ্যোৎস্না ভরা আকাশ,
ক্ষনে ক্ষনে রং বদলানো –
আজো, এই পৃথিবীতেই সম্ভব ।
বসন্ত বিকেল টেনে আনে
ভুলে যাওয়া বসন্ত বিলাপ,
ধ্রুপদের অনাসৃষ্টি ।
শীতের সকালে, শিশির ভেজা ঘাস
আজো, জড়িয়ে ধরে পা,
হেঁসে উঠে ঘাস ফুল
বিকেলের মাঠে ।
আমি এখনো "জীবন" বাবু হতে পারিনি
যে, বন লতার জন্য-
হাজার বছর হাটবো ।
আমি রাজত্বহীন
তাই, অবান্তর হয়ে যায়-
তাজমহলের প্রশ্ন ।
তুমি চাইলে, লিখে দিতে পারি
বিধ্বস্ত হাতে দু’একটা-
অবিন্যস্ত কবিতা ।
তোমার ভাবনার মাঝে
মনে মনে সবুজ ভোর আঁকি,
পাখির ডাক, মনে হয় আবহ সংগীত ।
পাতা খসে পরলে
মনে, সবুজ পাখি -
ডানা মেলে, উড়ে যায় দুর আকাশ পানে ।
এইভাবে, পালাচ্ছে তোমার ভাবনাগুলো
আমার হৃদয় থেকে ।