শেষ বিকেলে সূর্যাস্তের সৌন্দর্যে
হেটে চলি, সীমাহীন গন্তব্যের রাস্তায়
একাকী নীরবে-নিভৃতে.....!
ক্লান্ত দেহ টাকে মাঝে মাঝে থামিয়ে দেই
রাস্তার পাশে,
গা হেলিয়ে মিশে যাই, সবুজ ঘাসের আলিঙ্গনে।
বুক ভরে স্নিগ্ধ বাতাসে, নিঃশ্বাস নিয়ে
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি,
নুইয়ে পড়া সূর্যের সৌন্দর্যের দিকে।
সমস্ত ক্লান্তি, অবসাদ, দুঃখ, কষ্ট, বেদনা
নিমেষেই যায় হারিয়ে,
সমস্ত ব্যস্ততা, তড়িৎ গতিতে-
উতরে যায়, জীবনের রেসের ময়দানে।
আনমনে ভাবি, এই তো জীবন!
এই তো প্রাণের উচ্ছ্বাসে বেঁচে থাকা।
রচনাকাল : ২৪/০৮/২০২৩
বারহাট্টা, নেত্রকোনা ।