সকল মমতা যার হৃদয় মাঝে
স্নেহ যার, আঁচল তলে -
স্বর্গ - নরক নত হয়, যার পদতলে,
যার মায়াজালে বন্দী সবাই
সেই, বিধাতার শ্রেষ্ঠ উপহার,
নেই কোন অহংকার - অভিমান
সেই, আমাদের জগৎ জননী -
যাকে, আমরা "মা" বলে জানি ।
শৈশবে কাঁদতাম যখন !
কি যেন ? এক মমতার টানে,
ভালবাসা'র আহ্বানে, সারা দিয়ে -
নিতে কোলে টেনে, ঠাঁই দিতে বুকের পাঁজর মাঝে,
মুখে দিতে, স্তন হতে অমৃত সুধা,
মিটে যেতো, মোর ক্ষুধা ।
অমৃতের'র স্বাদ পেয়ে -
যেতাম ঘুমিয়ে "মাগো' তোমার কোলে
শুইয়ে দিতে বিছানায়,
চলে যেতে, আবার দৈনন্দিন কাজে'র মাঝে ।
তুমি ছাড়া "মাগো" !
ধরণী থাকে ডুবে, বিভীষিকাময় আধার মাঝে,
আজও বর্ণমালা'য়, একটি ধ্বনি খুঁজে বেড়াই -
খুঁজতে খুঁজতে পেয়ে যাই, একটি মমতা মাখানো ধ্বনি
যার মাঝে নেই স্বার্থপরতা -
নেই কোন হিংসা,
সেই, বাংলা বর্ণমালা'র শ্রেষ্ঠ ধ্বনি- "মা" ।