মাঘের শেষে, ফাগুনের দ্বারপ্রান্তে
জীর্ণতার গ্লানি নিয়ে শীতের বিদায় হবে
ঋতুরাজ বসন্ত যে, এসেছে দ্বারে !
চারিদিকে পাখিদের কলতান,
সবাই মিলে সূর তুলে গাইছে- বসন্ত বন্দনা'র গান ।
জীর্ণ প্রকৃতির, ঝরে যাওয়া পাতায় উলঙ্গ বৃক্ষ
লজ্জা ঢাকছে, সবুজের নতুন আবরণে,
আমের মুকুলে'র গন্ধে, মুখরিত চারদিক,
ফুটছে পলাশ, ফুটছে শিমুল গাছে গাছে
বরণ ডালা সাজিয়ে- বাসন্তীর সুবাসে মাতাল প্রকৃতি ।
দক্ষিণ থেকে উত্তরে এলিয়ে পড়া হাওয়া
ত্বকে জাগে চঞ্চল শিহরণ,
বয়ে আনে স্নিগ্ধ আবেগের বিচিত্র উচ্ছ্বাস ।
বসন্তের আছে তারুণ্য, আছে যৌবনের চঞ্চলতা
কোকিলের কুহু কুহু ডাকে, মন করে উদাসী,
শিমুলের লাল ফুলের কোলে, পাখিদের গুঞ্জন
উৎসবের রথে চড়ে, ঋতুরাজ বসন্তের আগমন,
জ্বলে উঠে, হৃদয় আঙিনায় প্রজ্জ্বলিত আশার প্রদীপ ।