এ সময়ে, প্রতিদিন কিছু কিছু দূরাগত আলো
নিভে নিভে আসে, আর মুছে যায় অসমাপ্ত রাত,
বাতাসে মোহিনী ঘ্রাণ, লিখে দেয় ছদ্ম - পারিজাত ।

ক্রমশঃ ফুটে উঠছে, আলোময় ভোর
না ! কোন পলাশ নয়,
বসন্ত দিনের মেয়ে -
তোমাকে, এখনও কুয়াশার বুকে ঝরে পরা-
স্নিগ্ধ শেফালী'র মত লাগে ।

কুসুম সোহাগে, গোপন শিশির চিহ্ন.......,
নাকের ডগায় জমে থাকা শান্তি'র জলকণা.....
বসন্ত দিনের মেয়ে, তুমি কি জেগে গেছো ?
গেছো কি উড়ে, দূর নক্ষত্র পানে ?
পাখির ডানায় ভর করে ।

বসন্ত দিনের মেয়ে, আমি অধৈর্য হয়েছি যতটা.....
ততটা বাড়িয়েছ, আমার নিঃসঙ্গতা,
নিজেকে লুকাই আজ, পুরানো স্মৃতিময় আয়নার আড়ালে
আজো তোমাকে -
এক পলক দেখার নেশায় ব্যাকুল হয়ে থাকি ।

তোমার, মধুর মুগ্ধ যৌবনে'র আসক্তিতে পরিপূর্ণ আমি
গভীর সরল মন, আবেগে ভরা দু'নয়ন,
তুমিই আমার স্বপ্নের, বসন্ত দিনের মেয়ে -
বিনা ছুঁয়েই স্পর্শ করেছো, আমার শরীর
অনুভব করি, তোমার ভালবাসার স্পর্শ প্রতিক্ষণ ।


রচনাকাল : নভেম্বর / ২০০৭
স্থান : দম দম পার্ক, কলকাতা ।