দিদি মানে, শৈশব, কৈশোর, যৌবন- একসাথে দিয়েছি পাড়ি
করেছি কত ঝগড়াঝাঁটি, কত মারামারি ।
দিদি মানে, ছোট বেলার দুষ্টুমি আর ফেলে আসা স্মৃতি
অভিমান ছিল কতশত, ছিল প্রণয় মিনতি ।
দিদি মানে, রক্ত ও নাড়ির টান, হৃদয়ের স্পন্দন
যুগ যুগ থেকে যায়, ভাই-বোনের অটুট বন্ধন ।
দিদি মানে, চাঁদের সাথে সূর্য যেমন, ভাইয়ের সাথে বোন তেমন.......
সম্পর্ক হয়না ছিন্ন, তারাই আপনজন ।
দিদি মানে, চিন্তা ধারার ভিন্নতা, হোক না ঝগড়াঝাঁটি
তবু ভাই-বোনের মাঝেই পাওয়া যায়, অকৃত্রিম খুনসুটি ।
দিদি মানে, বন্ধু-বান্ধব, ভাই-বোনের অভিন্ন আত্মা
দূরত্ব যতই থাক, দূরত্বের মাঝেই পাওয়া যায় সকল পূর্ণতা ।
দিদি মানে, ভাই-বোনের নিষ্পাপ সম্পর্ক, ছড়ায় ফুলের সুভাস......
যার গন্ধে মনেতে আসে উচ্ছ্বাস ।
দিদি মানে, চোখের জলে ভাসিয়ে নিজের ঘরের আলো দেয় নিভিয়ে.....
বধূ বেশে, অন্যের ঘরের আলো দেয় জালিয়ে ।
রক্তের সম্পর্ক, মায়ার এক অদ্ভুত টান
সারা জীবন মিলে থাকে, হয় না কখনও ম্লান।
পবিত্রতার মানে শিখুক লোকে, ভাই-বোনের থেকে
সম্পর্কের গভীরতা মাপুক বিশ্ব লোকে ।
রচনাকাল : ১৫/০৭/২০২১