সংসার শৃঙ্খলে আবদ্ধ হয়ে- কিবা পেলে অবশেষে!
কখনও কষেছ কি হিসাব তার?
ভালই ছিল শৈশব বেলা-
দুরন্তপনা ছিলাম খুশিতে আত্মহারা!

ছিল মায়ের মমতা অসীম-অপার
ছিল বাবার স্নেহের শাসন।

বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন মিলেমিশে ছিলাম সবাই
না ছিল বৈপরীত্য, সব ছিল যেন মিলেমিশে একাকার।

কৈশোর, যৌবন পার হয়ে, পা দিলাম নতুন জীবনে
নতুনের পদাঘাতে, সব কিছু এলোমেলো!
কেউ নেই আজ সাথে আর।

জীবনে আনতে সুখের ধারা-
আমি ছিলাম আত্মহারা!
শত চেষ্টা করেও, অবশেষ!  ফিরে পেলাম শুধু হাহাকার।

রচনাকাল
১৮/০৯/২০২২
বারহাট্টা