শ্রাবণের মেঘলা আকাশ মেতে যায় নীলিমার খেলায়
কালো মেঘেরা, ভেসে বেড়ায় স্বপ্নের ভেলায় ।
আকাশের বুকে সারাদিন জুড়ে
ছোট-বড়, সাদা-কালো কত মেঘ উড়ে,
বর্ষার স্নিগ্ধতা মেখে ঝরে পরে,
ক্ষয়ে যাওয়া ক্লান্ত বিকেল জুড়ে ।
জটাধারী বুনো মেঘ ফোঁস ফোঁস ফোলে
কালো মেঘ বুকে নিয়ে অনেক রূপ ধরে,
স্নান করে প্রকৃতি প্রাণ খোলে বর্ষার জলে,
নদী নালা ঘোলা জলে ওঠে যে ভরে ।
নদী-নালা, খাল-বিল চারদিক জলময়
সারাদিন জুড়ে অঝোর ধারা বয়,
হৃদয় জুড়ানো পূবালী হাওয়া -
সারাদিন জুড়ে মাতাল হয়ে বয় ।
সাঁঝের বেলায়, আকাশ ছেয়ে যায়
রক্ত রাঙা মেঘের ভেলায়,
ক্লান্ত এ পৃথিবী জুড়ে সন্ধ্যা এসে
থই থই জলেতে লুটায় ।
পাখিদের কোলাহল ভেঙে, শুরু হয় নিশ্চুপ নীরবতা
সন্ধ্যার কালো ছায়া চারদিকে বাঁধে বাসা,
শুরু হয় জোনাকির মিটিমিটি আলোর সাথে
রাতের না বলা হাজারো কথা ।