হে ! বঙ্গ কন্যা শেখ হাসিনা
বিশ্ববাসী অবাক চোখে দেখছে -
তোমার বলিষ্ঠ নেতৃত্বে দেশ চালনা ।
ধন্য তোমার চিন্তা-চেতনা
তুমি অন্যায়ের বুকে পদাঘাত করে -
সত্যের সাথে কর আলিঙ্গন ।
শ্রেষ্ঠ পিতার, বীর কন্যা তুমি
জন্ম নিয়েছ এই বাংলায়,
মমতার আচল বিছিয়ে রেখেছ –
সারা বাংলা জুড়ে,
অবদান রাখছ, বাংলার সংকট কালে ।
কঠোর হস্তে দমন করে যাচ্ছ -
সকল চাটুকার, ঘুষখোর দুর্নিতিগ্রস্থদের,
সোনার বাংলা গড়ার স্বপ্ন, তোমার দু’নয়ন জুড়ে
কৃত কর্মে আজ, ঠাঁই নিয়েছ কোটি বাঙালির হৃদয়ে ।
একুশ শতকের চ্যালেঞ্জ পেরিয়ে
নৌকার কাণ্ডারী হয়ে -
দেশকে নিচ্ছ এগিয়ে,
উন্নয়নের চরম শিখরে ।
তোমার দেখানো পথ ধরে -
বাঙালী আমরা যাচ্ছি এগিয়ে ।
বিজয় উৎসবের আঙিনায়
থাকবো আমরা সবাই মিলে,
তোমার নেতৃত্বে গড়ব আমরা, সোনার বাংলা ।
যতদিন থাকবে বেঁচে, বাঙালির মাঝে
ততদিন পাবো জানি, আমাদের পাশে,
সঠিক পথের দিশারি হয়ে,
মমতার আচল বিছিয়ে -
থেকো তুমি, আমাদের পাশে ।
চারিদিকে হিংস্র হায়েনার থাবা
কত নৃশংস আগস্ট আসে, বাংলার বুকে,
ইস্পাত দৃঢ় মনোবল নিয়ে -
অগ্নিস্নানে শুচি হয়ে বারবার……
শক্ত হাতে রুখে দাও, হিংস্র ভয়াল থাবা ।
হে ! বঙ্গ কন্যা
তোমার জন্য আজও, লাখো "মা"
বিনিদ্র রাত একা জায়নামাজে বসে
সৃষ্টিকর্তার কাছে দু’হাত তুলে ।
রচনাকাল :
০৬ / ০২/ ২০২১ ইং
বারহাট্টা, নেত্রকোনা