আমি দক্ষিণা জ্বানালায় কাটাচ্ছি প্রতিক্ষায়
মৃত মাছিগুলো ভেসে ওঠে -
প্রতারণার ক্যানভাসে,
কোন খাদ্য ঘাটতি নেই
আমার প্রতিক্ষা, এখনো সবুজ ।
ইদানীং এত ভীতু
এতো নির্লজ্জ হয়ে যাচ্ছি যে -
শুধু, আত্মহনন করার ইচ্ছে জাগে মনে ।
আজ, আমার ভাগ্য চষে বেড়িয়েছি -
তাতে তুমি নেই,
নেই, তোমার কোমল ছায়া
শুধু প্রতারণা, অবিশ্বাস আর....
হৃদয় ভাঙ্গার জ্বালায় ভর্তি -
আমার প্রতিক্ষা ।
আজ, আমি শুধু ভেঙ্গে যাচ্ছি
থোকা থোকা তাজা রক্ত ঝরে -
আমার নিঃশ্বাস থেকে ।
পাখিরা জেনে গেছে
কাকতাড়ুয়ার ভয়,
তোমার নিঃশ্বাসে এখন আর সকাল হয় না ।
স্বপ্নেরা মুখ থুবরে পড়ে আছে
পিচ ঢালা কালো পথে,
নিতান্ত অবহেলায় আমার -
অন্তঃ আত্মা থেকে উঠে আসে
" এক টুকরো হাঁসি " ।