আমরা স্বাধীন বাংলার, স্বাধীন জাতি
বার বার প্রশ্ন জাগে মনে?
আমরা স্বাধীন বঙ্গ জাতি,
সত্যিই কি তাই?
যে দেশে, জাতির পিতার মর্যাদার ঠাঁই -
চিরতরে নাই ।
স্বাধীনতার পর, যুগের পর যুগ গেল চলে
তবু জাতির পিতার চির মর্যাদার ঠাঁই,
বাংলার বুকে মিলে নাই ।
শুধু ছবির ফ্রেমে, দেয়ালে মিলেছে ঠাঁই
যা, পৃথিবীর বুকে কোন জাতির নাই ।
ক্ষমতার রদবদলের পালায়
টানা – হেঁচড়ায় ছবি পরেছে জ্বালায় ।
কয়েক বছর মর্যাদার দেয়ালে,
আবার কয়েক বছর, অবহেলিত খেয়ালে ।
বিশ্বের সকল জাতির আছে -
চিরতরে জাতির পিতার মর্যাদার ঠাঁই,
শুধু অভাগা বাঙ্গালী জাতির নাই ।।
কবে হব? আমরা স্বাধীন বঙ্গ জাতি
ঘুচবে কবে?
পরিচয়হীন বেজন্মা জাতির কলঙ্ক?
হিংসা - বিভেদ ভুলে
অন্তর থেকে বলব কবে ?
এক জাতি, এক পিতা –
বঙ্গবন্ধু মোদের জাতির পিতা ।
থাকবো সবাই মিলে,
পিতার স্নেহের ছায়াতলে ।