আমি আজ, একা চলি
আমার জন্য অপেক্ষা করছে –
নির্জন শহরের সব অলিগলি ।
আমায়, যে নামেই ডাকো
যেখানেই, আমায় রাখো
এরপরে, যতকিছু অযাচিত
তারা সব– নিজেরা সমালোচক ।
আমি আর নেই– এই দলে
যাকে সংক্ষেপে বলাচলে –
" ইস্তফা " দিলাম ।
গ্রীষ্মের দুপুরে পুকুর পাড়ে, দক্ষিণা হাওয়া
তোমায় দেখলে মনে হয় –
এক ফোঁটা মেঘ,
হয়তো, ও মেঘ আজ
চৈত্রের মেঘ হবে, বিকেলের প্রশ্রয় পেয়ে ।
আমার হৃদয়ে আজ, উত্তাল ঝড়
আজ, আমি কালবৈশাখী ঝড়,
ঝড়ের মাঝে, আমি দিক্ষা নেই সংগ্রাম
যোদ্ধা বেশে, আমি দুনিয়া থেকে –
" ইস্তফা " নিলাম ।
অরক্ষিত, বিপদ যদি কাঙ্গাল সাজে
চাও কি তুমি ? কটাক্ষতেই ভিরের মাঝে –
হোক রক্তপাত,
তাই, দুনিয়া থেকে নিলাম-" ইস্তফা " ।