আমার স্বপ্নে'র স্বপ্নচারিনী দেবী তুমি
তোমার বুকভরা ভালবাসার ছোঁয়ায় -
অনশ্বর - অমর হয়েছি আমি,
তোমায় স্পর্শ করে দেখেছি, সূর্য'ময় আলোকিত দুপুর
দেখেছি আকাশের নীল, তোমার হৃদয় মাঝে,
তোমার ঠোঁটে চুমু খেয়ে দেখেছি -
পূর্ণ চাঁদের ঠোঁটে চুমু খাওয়া পূর্ণিমা ।
তোমার ভালবাসার জোয়ারে ভেসেছিলাম আমি
অজানার উদ্দেশ্যে, লোক থেকে লোকান্তরে -
দেশ থেকে দেশান্তরে,
ভালবাসা'কে নিজের মাঝে গুটিয়ে নিয়ে -
ভাঙা হৃদয় মাঝে, ফুটিয়েছিলে"ভালবাসা"
মালির যত্নে, ফুল ফুটানো'র মত ।
স্পর্শকাতর ভালবাসার মাঝে
অনুভব করেছি, শিশির ভেজা ঘাসের নিবিড় চুম্বন,
তোমার ভালবাসার রাজপ্রসাদ মাঝে -
নিয়েছিলে আমায়, ভালবাসা'র রাজ্যের রাজা সাজে ।
গোলাপ ভেবে তোমায় আমি
যত্ন করে সাজিয়েছিলাম, ছোট্ট হৃদয়ের ফুলদানিতে,
পাখি ভেবে, বন্দি করেছিলাম হৃদয় খাঁচায়
পছন্দের "নীল" রুমাল উপহার দিয়েছিলে আমায়,
আনন্দে তা যত্ন করে রেখে দিয়েছিলাম পকেটে ।
আজ, গোলাপ থেকে পাপড়ি ঝরে
ঝরা পাপড়ি মাঝে হয়, আমার শয্যা,
খাঁচা থেকে উড়ে যায় পাখি
স্মৃতির আয়নায়, এখন শুধু আঁকি ভালবাসার প্রতিচ্ছবি,
আর সারাদিন, রুমাল টাকে মেলাতে মেলাতে...
ভালবেসে চোখ মুছি "মনে রেখো"- দুটি শব্দ দিয়ে ।
রচনাকাল : মার্চ ২০০৭
স্থান : কলকাতা ।