দূরে আছো, যেমন আছো, থাকুক বজায় সুসম্পর্ক
যুক্তি যদি তীক্ষ্ণ বেজায়, আপত্তি নেই,
বলতে গেলে এমন করেই, জটিল এবং খামখেয়ালী
এবরো-থেবরো পথের পাশে, ঢালছে ছায়া রোমাঞ্চকর,
এক পা গেলেই, শূন্য ধুঁধুঁ,
পা পেছোলেই গেরস্থালী ।
দূরে আছো, যেমন আছো, থাকুক বজায় সুসম্পর্ক
যুক্তির তীক্ষ্ণ'তায়, দাগ লাগেনি হৃদয়ে,
তোমার হৃদয় আজ পরিপাটি
তাই, বললে আমায় ডেকে -
খুঁজছে আমায় ধুলো মাটি ।
তোমার একলা জীবনযাপন
তোমার আয়না ভরা বিষে -
তবু ! সকলে তোমার আপন
কোন পরকে জানিনি আমি,
তোমার ঠোঁট কপালের আলো -
যেই, বিদ্যুৎ চমকালো,
আমি কাঁদলাম অসাক্ষাতে ।
যুক্তির তীক্ষ্ণ তায় দাগ লাগেনি হৃদয়ে
তোমার আয়না ভরা বিষে,
এবার, চিনিয়ে দিও আমায় -
কখন ? মেঘ জমে কার্নিশে,
দূরে আছো, যেমন আছো, থাকুক বজায় সুসম্পর্ক ।