এতো চেনা-জানা, পরিচয়
আমোদ - আহ্লাদ,
সব মিলে-মিশে হয়, যৌথ রঙ্গের স্বাদ ।
হিংসা - বিভেদ, হানাহানি
একদিন কিছুই থাকবেনা, জানি
ধূসর মাটি পড়ে, হারিয়ে যাবে -
এক আলোকবর্ষ দূরে ।
জীবন চলার পথে
কে, কাকে হেনেছিল আঘাত ?
আবার কে, কাকে ফিরিয়ে দিয়েছে একদিন,
যত, ভালবাসার সূচীমুখ গান,
সবকিছু....... শৌর্যের মত হয়ে যাবে ম্লান ।
হয়তো ! আবার জন্ম নেবে
এপার - ওপারের দুই প্রতিদ্বন্দ্বী সৈনিক,
যারা, একদিন শহীদ হয়েছিল -
মুখোমুখি সংঘাতে ।
পরস্পর, ভাই হয়ে জন্মাবে হয়তো !
কোন এক গর্ভধারিণী'র কোলে,
অতীতের সব স্মৃতি মুছে ফেলে
একসাথে করবে বসবাস ।