বাস্তবতা ! সেতো বরই নির্মম
জীবনের বহমান স্রোত ধারায় কত ভাবনা...
কত শত ভাঙা-গড়ার স্বপ্ন......
হাহাকার করে গুমরে গুমরে কাঁদে, হৃদয় গহীনে ।
জীবন চলার পথে...
কি হারিয়েছি ?
আর কি পেয়েছি ?
বাস্তবতা গড়েছে, আশা-নিরাশার সেতুবন্ধন,
আত্ম সচেতন এ মন শুধু আজ -
নিঃসঙ্গ-নির্বিকার হয়ে রয় ।
বাস্তবতার কঠিন দেয়াল, সামনে এসে দাঁড়ায় যখন
ভালোলাগা গুলো যাযাবর হয়ে,
নিঃসঙ্গ একা একা নিশ্চুপ
বহুগামী বিচিত্র অনুভূতি নিয়ে ।
ব্যস্ত হৃদয় মাঝে কল্পনার ঠাঁই হয়না অনেক দিন...
অনেকদিন শ্রাবণের জ্যোৎস্না গায়ে মেখে –
চাঁদকে দেখা হয়না প্রাণ ভরে,
কঠিন বাস্তবতার থাবায় -
ঘাসের তরে আজ, হয়েছি বনবাসী ।
বাস্তবতায় স্বপ্নেরা আজ বিবর্ণ
এ অবেলায় তাকে নাড়াচাড়া'ই করি
তা নিয়ে স্বপ্ন বাঁধা যায় না ।
তবু আজ স্বপ্ন দেখে যাই
নতুনের আশায়, বাঁচার প্রয়োজনে
জানি, এটাই বাস্তবতা !
এটাই জীবন, জীবন চলার এই পথে ।