কবিতাটিতে কিছু বাজে শব্দ ব্যবহার করেছি ।
সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
******-******-*******************
তোমরা যতটুকু সময়, আমাকে নিয়ে কাটালে
আমার সাথে ধস্তাধস্তি করলে, আমাকে বিবস্ত্র করলে,
সেটা'তো শুধুই শরীর, আমি ছিলাম না তাতে,
ছিলনা কোন অস্তিত্ব আমার ।
অস্তিত্ব ছিল, শুধুই আমার যোনি'র
যা, ধর্ষক ! তোমার কামনার বীর্যপাতের সম্মুখে,
না ! এতটুকু অস্তিত্ব নিয়ে আমি আসিনি,
কখনোই আসতাম না, এই পৃথিবী'র বুকে-
মায়ের গর্ভে কারোর স্নেহে'র কন্যা সন্তান হয়ে ।
ধর্ষক ! তোমরা কি জানো ?
মেয়েরা কখনও শরীর হতে চায় না,
সৃষ্টি'র সূচনা হতে আজ পর্যন্ত,
মেয়েরা হতে চায়, পৃথিবীর জন্মের আশ্রয়
হতে চায়, কারও গর্ভধারিণী, কারোর স্ত্রী, কারো প্রেম ।
কি উত্তর আছে তোদের কাছে ?
হে ! ধর্ষক
তোদের শক্ত হওয়া পুরুষাঙ্গ'টাকে
আমার একটাই প্রশ্ন -
তোরা কি, মায়ের মমতা মাখানো মুখেও যোনি দেখিস?
বোন'কেও ছাড় দিস না হয়তো !
করিস কি বীর্য'পাত? তাদের যোনি কল্পনা করে ।
তোরা হিংস্র জানোয়ার, তোরা সবই পারিস
মায়ের মমতার মূল্য কি বুঝবি তোরা ?
বোনের আদরের তো পাত্তাই দিসনা ।
তোরাও তো কোন মায়ের সন্তান
তোদেরও তো আছে বোন,
না.... না..... না .......!
ধর্ষক ! তোরা কোন মায়ের সন্তান না
কোন বোনের ভাই হতে পারিস না,
তোরা হিংস্র, তোরা জানোয়ার,
মুহূর্তেই ভুলে যাস, তোদের সব পরিচয়
ভুলে যাস মা, বোন, রক্তের বাহক'দের কথা ।
এসো তরুণ, এসো যুবক, এসো বৃদ্ধ
কাঁধে কাঁধ মিলিয়ে করি হুংকার,
করি কলঙ্ক মুক্ত, নারীত্বের বিবস্ত্র ইতিহাস'কে ।
নইলে কলঙ্কিত হবে মানচিত্র
পুরুষ আত্মায় লুকিয়ে থাকা
ধর্ষক'দের বিষাক্ত ছোবলে ।