বৈশাখ - জ্যৈষ্ঠ শেষে
বর্ষা আসে মেঘ - বৃষ্টিতে ভেসে ।
প্রকৃতিকে করে শাসন
আসে যখন আষাঢ় - শ্রাবণ ।
বর্ষা এসে, সবার মন দেয় ভরে
সারাদিন অবিরাম রিম-ঝিম বৃষ্টি ঝড়ে ।
বর্ষায় ভাসে, পানির ভেলা
মাছেরা নতুন পানিতে করে খেলা ।
ভর দুপুরে ঘুরে বক
মাছ খেতে তার খুব শখ ।
বৃষ্টির জলে ডাকে ব্যাঙ
লাফিয়ে লাফিয়ে ঘ্যাঙর ঘ্যাং ।
শাপলা ফোটে, ঝিলের জলে
কদম ফোটে, ডালে ডালে ।
কাঁদা মাখা রাস্তা মারে ল্যাং
পা পিছলে, কারো ভাঙ্গে ঠ্যাং ।
জল-কাদায় দেয় ডুব
পায় শিশুরা বৃষ্টির সুখ ।