ওরা অপেক্ষায় থাকে, কখন সূর্য ডুববে
গোধূলির পর, ঘর সাজিয়ে দরজা খুলে থাকে দাঁড়িয়ে
বাহারি রঙের সাজে, রংবেরং এর শাড়ী, মুখে মেকআপ.....!
অপেক্ষা শুধু, কখন খদ্দের আসবে ?
ওরা বেশ্যা পাড়ার বাসিন্দা !
ওদের লাজ-লজ্জা, সবকিছু বিক্রয়যোগ্য হতে হবে,
এখানে সবার সব'কিছুর, বিনিময় মূল্য থাকতে হবে !
ওদের, শরীরী-অশরীরী কামের নির্লজ্জ এক বিপণি সম্ভার ।
বেশ্যা পাড়ার, রাতের ভক্তরা -
টাকার বিনিময়ে, ওদের শাড়ির কুচি আলগা করে টানে কাছে
এক এক সবকিছু খুলে ফেলে- গায়ে জড়ানো সবকিছু ।
খোঁজে বেড়ায়- বেশ্যার মাঝে নগ্নতা যতো আছে
যৌবন জোয়ারে, সাঁতরায় ওরা যৌনতায় ।
ওরা বেশ্যা ! ওরা দিনের গোচরে কালো
রাতের অন্ধকারে ধবধবে ফর্সা যেন, পূর্ণিমার আলো !
ওরা ক্লান্তিহীন শরীর বিছিয়ে, সহ্য করে -
শত আঘাতের তীক্ষ্ণ যন্ত্রণা,
বেশ্যাদের বেশ্যাবৃত্তি চলে, দিনে-রাতে -
পুতুলের মতো বদল হয়, এক পুরুষ হতে অন্য পুরুষের হাতে
বাবু'দের সন্তুষ্ট করতে, চলে যায় তাদের যতো লজ্জা-শরম ।
টাকার বিনিময়ে,বেশ্যা'দেহ ভোগ করে,মুখোশ ধারী কিছু সাধু
অথচ ! নিজের ঘরেই অবহেলায় পড়ে আছে, সুন্দরী বধূ,
রাতের আধারে, টাকার বিনিময়ে বাবু'রা যা চায়, তাই পায়
অথচ, রাত শেষে ঘৃণার শব্দ দেয় ছুঁড়ে -
বেশ্যা সমাজের সবচেয়ে ঘৃণিত ওরা নয়তো মানুষ ।
বেশ্যা'র জীবনে, বেশ্যা হওয়ার পিছনে
লুকিয়ে থাকা করুণ কাহিনী -
সভ্য সমাজের মানুষ গুলো কেউ তা কখনো শুনতে চায়নি,
বুকে জমানো, ওদের দুঃখের কাহিনী -
ঘরে বিছানায় পরে থাকা অসুস্থ পঙ্গু বাবা,
ক্ষুধার যন্ত্রণায় ছটফট কাঁদে- অনাহারী ছোট্ট ভাই'টা ।
বেশ্যা ! তারাও তো নারী-
মায়ের জাত, বোনের প্র-জাত,
আলো জ্বালাতে হবে, সমাজের বিবেকের ঘরে
বেশ্যা শব্দটি মুছে ফেলে, আলোকিত করতে হবে সমাজ-
নব সূর্যের আলোয়, নারী হয়ে উঠুক নব-প্রভাত ।