আমি নিতান্ত দরিদ্র, আমি নিঃস্ব
আমার ক্ষুধা নিবারণের অন্ন নেই ঘরে,
লজ্জা নিবারণের কাপড় নেই অঙ্গে,
নেই, মাথার উপরে আচ্ছাদন ।
অপরিসীম দারিদ্র'তার মাঝে কষ্টে কাটে দিন
তৃপ্ত মনে ভাবি আমি দরিদ্র !
দু'বেলা দু'মুঠো খেতে পেলেই, আমি তুষ্ট।
দারিদ্র'তার সীমানা পার হয়ে, আজ আমি নিঃস্ব
দীর্ঘ নিঃস্বতায় কাটে দিন-রাত্রি,
গ্রীষ্মের দাবদাহে ধুঁকতে ধুঁকতে.....
শীতের হাড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে...
বর্ষার জল ধারায় ভিজতে ভিজতে....
আজ আমি, নিঃস্ব থেকে নিঃস্ব'তর হয়ে গেলাম।
আমি দরিদ্র ! আমি নিঃস্ব !
নিষ্ঠুর দারিদ্র তার পদাঘাতে -
আজ আমি জীর্ণ, আমি ক্লিষ্ট ।
আমি দরিদ্র, আমি চির বঞ্চিত
আমার বঞ্চনার নেই অবসান,
বছরের পর বছর যায় কেটে-
না'খেয়ে কিংবা আধপেটা খেয়ে,
খোলা আকাশের নিচে রাস্তায় শুয়ে-
কঙ্কালসার দেহ নিয়ে- আমার বেঁচে থাকা ।
ক্লান্ত মনে ভাবি !
হে! বিধাতা দারিদ্র'তা নামক উজ্জ্বল উপহারটির জন্যে
তোমাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ!
দারিদ্রতা'র জন্যে শিখেছি আমি, বেঁচে থাকার লড়াই,
নিঃস্ব'তার জন্যে শিখেছি আমি, ধনী-গরীবের ব্যবধান,
সর্বহারাত্বের জন্যে হয়েছি আমি, কঠিন বাস্তবের মুখোমুখি
হে! বিধাতা........
হে! প্রগাঢ় হিতৈষী,
তোমাকে জানাই শতসহস্র ধন্যবাদ!