দুঃখের সিংহাসনে বসে আছি
কোন এক স্বৈরাচারী রাজার মত,
সুখগুলোকে শাসন করি.....
রাজ কর না দেওয়া, প্রজার মত ।
প্রেমিক - প্রেমিকার মিলন ঘটিয়ে
তাদের, বিরহ নিয়ে আসি
প্রিতিটি বিরহে আমার -
উদারতার বৃক্ষ, ঊর্ধ্বগামী হয় ।
আমি আজ, কাঙ্গাল
অন্যের সুখ হাতরে বেড়াই বলে,
নিজের দুঃখগুলো, কর্পুরের মত -
উড়ে গেছে কখন ।
আজ, আমি তাই কাঙ্গাল বেশে
ঘুরি দ্বারে দ্বারে,
ভিকেরী হয়ে, বাড়াই হাত
একটু ভালবাসার, স্পর্শ পেতে ।