রাজনীতি...রাজনীতি....রাজনীতি
পাইনা কোথাও খোঁজে আজ,
" রাজনীতি "
রাজনীতি, আছে শুধু –
মিটিংয়ে আর মিছিলে
আছে মঞ্চের ভাষণে,
পোষ্টার আর ব্যানারে  ।

রাজনীতি ঢুকেছে আজ
প্রভাবশালীদের পকেটে
বুলেট আর গ্রেনেডে,
ক্ষমতার প্রভাব আর অস্ত্রের দাপটে ।

রাজনীতি বন্ধি হয়েছে আজ
হরতাল, অবরোধ,
গাড়ি ভাংচুর আর পিকেটিং- এ ।

রাজনীতি মৃত আজ
দুর্নীতি, ঘুষ নিয়ে চাকরীতে,
ধোঁকাবাজি আর চাঁদাবাজিতে ।

রাজনীতি অসহায় আজ
ক্ষমতার অপকৌশল
আর আপন স্বার্থে,
দলে-দলে কোন্দল চলে আজ
ক্ষমতার লোভে ।

রাজনীতি আজ সচল শুধু
সভা-সমাবেশে, চায়ের স্টলে,
আর নিজের কল্যাণে ।

রাজনীতি পড়েছে আজ
সাহেদ, পাপিয়াদের কবলে
অবৈধ টাকা আর ব্যংক ব্যালেন্সের দখলে,
ব্যবহার হচ্ছেনা, মানুষের কল্যাণে
জায়গা হচ্ছেনা আজ,
মানুষের হৃদয় মন্দিরে ।

কবে আসবে? কাঙ্ক্ষিত সে– দিন
নীতির আলোয় আলোকিত হয়ে
রাজনীতি হবে আস্থাশীল,
কলঙ্কের মেঘ কাটিয়ে -
নব আলোয় আলোকিত হয়ে,
রাজনীতির আকাশে -
সূর্য হাসবে ঝিলমিল ।