ঐতিহাসিক “৩২” নম্বর থেকে রাজপথ…
বাঙালী হৃদয়ে এঁকেছিল -
স্বাধীনতার অগ্নি শপথ ।
৩২- নম্বরের বাড়ীটি
আজো একা দাঁড়িয়ে আছে-
হাজারো স্মৃতি বুকে আগলে ।
কি এমন হয়েছিল সেদিন ?
যা, করেছিল সব বিধ্বস্ত
কি হারিয়েছিল? বাঙালী সেদিন
সর্ব হারার মত ।
কি এমন হয়েছিল?
যে কারনে বাঙালীর হৃদয় -
আজও ক্ষত-বিক্ষত ।
বাঙ্গালী আমরা আজও ভুলিনি
৩২- নম্বরের রক্ত গঙ্গায় ভাসা -
ভয়াল সেই রাতের কথা ।
লোহার শেলের মত -
আজও হৃদয়ে রয়েছে গাঁথা ।
ভাবতে গেলে সেই রাতের কথা
গায়ে দেয় কাঁটা ।
ভেসে উঠে শুধু -
আত্ম চিৎকার বুকফাঁটা ।
জাতির পিতা, বঙ্গ মাতা প্রাণ হরায়
ঘাতকের নিষ্ঠুর বুলেটের নিশানায় ।
রাসেল নামের পুষ্পকলিটিও-
ঝরে গেছিল সে রাতে ।
চির বিদায় বেলায়, শেষ বারের মত
মায়ের মুখখানিও পারেনি দেখতে ।
হায়রে! ঘাতক নর পিশাচের দল
৩২- নম্বরকে রক্ত গঙ্গায় ভাসিয়ে
কি পেয়েছিস বল ?
৩২- নম্বরের রক্ত মোদের চেতনা
বাঙালী আমরা -
৩২- নম্বর কোনদিন ভুলবনা ।।