আমি রাত !
আমি নীরব, নিস্তব্ধতা...
আমি ঝিরিঝিরি বয়ে যাওয়া দক্ষিণা হাওয়া
হাসনাহেনার মোহনীয় গন্ধ -
সাক্ষি দেয় আমার গভীরতা ।
আমি রাত !
আমি ঝিঝি পোকার ডাক,
আমি জোনাকির আলোয় আলোকিত প্রকৃতির শোভা ।
আমি প্রেমিক, আমি অসীম শূন্যতা,
আমি রঙ্গিন, আমি ক্লান্তিহীন ।
আমি রাত !
আমাতে কেউ চোখ বুজে, স্বপ্নের জোয়ারে ভাসে
কেউবা আবার হাহাকারে বুক ফাটিয়ে কাঁদে ।
সারাদিন ক্লান্তি শেষে, সবাই আমার আশায় থাকে
কেউবা আবার আমার জন্যই ক্লান্তিতে এসে মিশে ।
আমি রাত !
কখনও আমি জোছনাস্নাত -
জ্বানালার ফাঁকে উঁকি দেয়া নাগরিক চাঁদ,
আবার কখনও আমি ঘোর অমানিশার বিভীষিকাময় আধার ।
আমি মায়াবী আকাশে তারার বৃষ্টি
কখনও আমি উল্কা পতনের সৃষ্টি ।
আমি রাত !
আমি সকল স্বপ্নের সূচনা,
আবার আমিই সকল আনন্দের নির্মম সমাপিকা ।
আমি ধু-ধু আধার মাঝে ডুবে থেকে করি-
কাঙ্ক্ষিত আলোকোজ্জ্বল ভোরের প্রতীক্ষা ।