স্রোতে ভেসে, বয়ে চলেছে আমাদের জীবন
নতুন করে ঘরে এল আবার নতুন একটি বছর,
পুরোনো গ্লানি মুছে ফেলে, নতুনকে করবো বরণ
নতুন সাজে, জীবনটাকে গড়বো মোরা স্বপ্ন-সুখের নগর।
পুরানো অতীত টাকে পারিনা চিনতে
এক এক করে, হারাতে হয় সবাইকে,
হারিয়েছি কতগুলো দিন, কতটা মাস.....
অবশেষ হারিয়েছি, একটি বছর ।
অতীতের সব গ্লানি মুছে, নতুনকে জানাই স্বাগতম
নতুন দিনে, নতুন সূর্য, নতুন প্রভাত এলো,
নতুন সূর্যের প্রথম আলোয় দূর হবে সকল কালো,
প্রতিটি ভোর, প্রতিটি দিনের উদিত সূর্য নতুন কিছু চাওয়ার ।
পুরানেকে পিছু ঠেলে আজ
এলো সবার তরে, একটা নতুন বছর,
হৃদয় মাঝে ছড়াবে, সুন্দর আগামীর নতুন উদ্দীপনা
বিগত ব্যর্থতার গ্লানিকে পদাঘাত করে হবে, নতুনের সূচনা।
সূর্যের আলো যেমন, দূর করে মেঘের কালো-
তেমনি করে, ভালোর গর্ভে হারিয়ে যাবে- খারাপ দিনগুলো
নতুন রূপে উঠবো সেজে, সাজাবো মনটা নতুন রঙে,
অতিতের সব ব্যর্থতার গ্লানি মুছে -
নতুন দিনে এসে, নতুন জীবন গড়বো মোরা -
পুরানোকে পিছু ঠেলে, নতুনকে ভালবেসে ।
পুরোনো যত হতাশা, দুঃখ, বেদনা অবসাদ
নতুন বছরে আগমনে, হবে সব ধূলিসাৎ......
পুরানোকে বিদায় জানালাম, এলো নতুন এক ভোর
যা কিছু যাতনা ছিল, ব্যর্থতার গ্লানি নিয়ে -
যাকনা চলে খুলে দিলাম দোর ।
প্রাণ খুলে দেখবো আজ, নতুনের স্বপ্ন
ভুলে যাবো পুরনো সব, কষ্ট-বেদনা,
আজ থেকে শুরু হোক নতুন জীবনের সূচনা !
নতুন স্বপ্নে এগিয়ে চলবো সবাই, হাতে রেখে হাতে
জাতি, ধর্ম, বিভেদ- ভুলে মেতে উঠবো আজ, নতুন বছরে ।