আমার জীবনে আজ নতুন অতিথি এসেছে, আমার সন্তান । নতুন অতিথি'কে স্বাগত জানাতে কবিতাটি লিখলাম ।
এসেছো হে ! নতুন অতিথি
হে ! অপরিচিত মুখ,
নতুন পৃথিবী আজ, করল তোমায় নিমন্ত্রণ,
তাইতো, নবাগত শিশু রূপে ধরণীতে তোমার আগমন।
নতুন অতিথি এসেছে !
ধরণী হাসছে, হাসছে মায়ের কোল,
নতুন জীবনের, আপ্যায়নে -
তোমায়, সু-স্বাগতম !
তোমার অপেক্ষায় ছিলাম, আমরা সবাই
অপেক্ষার প্রহর শেষে......!
অবশেষে পেলাম তোমার কান্নার ধ্বনি-
পেলাম তোমার নরম, কোমল ছোঁয়া !
রবে, বাবার স্নেহে, মায়ের আচল ছায়ায়,
হে ! নতুন অতিথি -
তোমায় জানাই, সু-স্বাগতম !
হাসছে সবাই, প্রাণ খুলে......!
নতুন অতিথি এসেছে আজ, খুশির বারতা নিয়ে,
কেঁদে কেঁদে জানিয়েছ তুমি, পৃথিবীর বুকে তোমার আগমন
সদ্যজাত শিশুর কান্না ! এ যে, মায়ার বাঁধন-
বাবা-মায়ের ভালোবাসার শ্রেষ্ঠ যোগফল ।
হে নতুন অতিথি !
তোমার প্রথম কান্না শুনে দূর হয়ে হয়ে গেছে -
বাবা-মায়ের মনে জমানো, যত দুঃখ, কষ্ট, বেদনা ।
মনের আনন্দে সবাই জানিয়েছে -
তোমায় সু-স্বাগতম ।