হে নবীন !
চির সবুজের সহোদরা,
যুগে যুগে তব হুংকার -
ভেঙে করেছে চুরমার যত অন্যায়-অত্যাচার ।
বাঁচিবার লড়াইয়ে বার বার
করেছে তোমায় আহ্বান,
তুমি দুর্দম, তুমি দুর্বার...
তুমি শিখিয়েছ, বাঁচার লড়াই-সংগ্রাম ।
যুগে যুগে তুমি এসো !
সুকান্তের "আঠারো বছর বয়স"
রবি ঠাকুরের "সবুজের অভিযান"
কবি নজরুলের "বিদ্রোহী" কবিতা মাঝে ।
এসো নবীন, তোমার দৃঢ় প্রত্যয় নিয়ে
জ্বালাও মানুষের তরে নতুন আলো,
দূর কর, সমাজ হতে কুসংস্কার নামের কালো ।
তোমার জয় গানে হাজার কণ্ঠে
ধ্বনিত হবে তোমার জয়ধ্বনি,
গহীন রাত্রি শেষে পূর্ব আকাশে -
নব আলোয় সূর্য উঠবে ফুটে ।
রচনাকাল : ২৫/০৭/২০২১