কত বসন্ত এসেছে, কত বসন্ত গেছে চলে
প্রতি বসন্তে মিলেছে- শুধু অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা
কতবার ভেবেছি, বর্ষার কান্না শেষে,
শরতের কোমল স্নিগ্ধতা মিশে-
ছিন্ন জীবনে, এবার এলো বুঝি বসন্ত !
বসন্তের প্রকৃতিতে, রমণীয় শোভায়
নিজের অস্তিত্ব খোঁজার আশায়,
চারপাশে তাকিয়ে দেখি -
আমাকে আলিঙ্গন করে আছে, অনাকাঙ্ক্ষিত জীর্ণতা
গ্রীষ্মের দুপুরে তির্যক রোদের মতো ।
আমি দুরন্ত ফাল্গুন গোটা গায়ে মেখে
বাসন্তী পূজা, দোলযাত্রার উৎসব মহাসমারোহে,
হে ! ভাল সময় তোমার অপেক্ষায় ছিলাম
আর......
গোধূলির রঙ দেখছিলাম, দূর দিগন্তে ।
বসন্তের দুরন্ত রূপে সেজে
মাতাল হাওয়ায় গা’ভাসিয়ে-
অবহেলার চাদর ছাড়িয়ে,
উপেক্ষার দেয়াল ডিঙিয়ে,
অবজ্ঞার কালো হাত ভেঙে-
বসন্তের শেষ বিকেলের সোনালী আলোয় স্নান করে
মিশে গেছি আজ, দূর আকাশের সন্ধ্যা তারায় ।
রচনাকাল :
২০/০২/ ২০২১ ইং
বারহাট্টা, নেত্রকোনা