আমাকে চিনতে পেরেছ তোমরা ? আজ ৫০ বছর পর
আমি স্বাধীনতা হীন, এক মরা দেশ ছিলাম,
আমার জন্য, ত্রিশ লক্ষ শহীদ রক্ত দিয়েছিল-
মা-বোনের বুকে কলঙ্কের আঁচড় লেগেছিল,
কত মায়ের কোল খালি হয়েছিল, আমায় মুক্ত করতে ।
আমাকে চিনতে পেরেছ তোমরা ? আজ ৫০ বছর পর
আমাকে ধ্বংস করতেই মেতেছিল, হিংস্র হানাদারের দল,
হিংসা-প্রতিহিংসার খেলায় মেতে -
আমার মাঝেই ভাসিয়েছিল আবার
সাম্প্রদায়িকতার ভেলা !
আমাকে চিনতে পেরেছ তোমরা ? আজ ৫০ বছর পর
আমার বুকেই জন্মেছিল, কাল জয়ী বীর সন্তান -
বাংলার শ্রেষ্ঠ অগ্নি পুরুষ "শেখ মুজিবুর রহমান" ।
আমাকে ভালবেসে, পরাধীনতার শৃঙ্খল ভাঙতে
শুনিয়েছিল বজ্রকন্ঠে, তার শ্রেষ্ঠ অমর কবিতা খানি ।
আমাকে চিনতে পেরেছ তোমরা ? আজ ৫০ বছর পর
আমার মাঝেই সাজানো ছিল, বাঙালির হাজারো স্বপ্ন
আমাকে মুক্ত করতে -
দামাল ছেলেদের হৃদয়ে মুক্তির স্বপ্ন বেঁধেছিল ঘর,
ছিনিয়ে এনেছিল, একটি লাল-সবুজ পতাকা, একটি মানচিত্র।
আমাকে চিনতে পেরেছ তোমরা ? আজ ৫০ বছর পর
আমি নব সৃষ্টির স্বপ্নে থাকি বিভোর -
নিজের বুকেতে ধারণ করি- আবীর রাঙা ভোর ।
হাজারো স্বপ্নে বিভোর আমি !
আমি তৃপ্ত বাসনার এক দেশ-
আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো !
আমি সৃষ্টিতে বিস্ময় !
আমি তোমাদের প্রিয় - "আমার নাম বাংলাদেশ "।