চলে গেলে না ফেরার দেশে
একা একা কেমন আছো সেথায় ? আমায় ছেড়ে,
খুব জানতে ইচ্ছে করে !
অনেক কথা হামাগুড়ি খায় আজও ঝলসিত হৃদয় মাঝে ।
তোমাকে বলা হলো না আর
বঞ্চিত হলাম সেই সুযোগ থেকে ।
ইচ্ছে হয় তোমার রক্তচক্ষু দেখে
ছেলেবেলার মত আবার ভয়ে কাঁদার,
তোমার ঘামে দেখেছি, জীবনের প্রতিচ্ছবি
হৃদয়ে এঁকেছি বিজয়ের স্বপ্ন ।
তুমি সাহস, তুমি প্রেরণা
তুমিই অহঙ্কার,
জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার অঙ্গিকার ।
বাবা ! আজও তোমার কথা পড়লে মনে
বুকের ভিতর নিঃশব্দ রক্ত ঝরে ।
বাবা খুব বেশি মনে পড়ে তোমায়
সুখ, দুঃখ আর অসহায়ত্বের সময়ে -
কাঁদি তখন একা একা নীরবে নিভৃতে ।
বাবা ! তুমি আছ, হৃদয় অনুভবে
আজীবন তুমি সকল অনুপ্রেরণায় রবে,
নত মস্তকে, তোমার চরণ ধূলি মেখে
হেটে চলি আজ, জীবনের পথে ।