আমার হৃদয় মাঝে জমানো কিছু স্বপ্ন ছিল
ছিল স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা,
সারারাত আমি স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি সারাদিন...
ছোট্ট একখানা সংসার, সবার মতো আপন করে পাবার।
উঁচু তলা বাড়ি, সুসজ্জিত ড্রইং রুম অথবা
বেলকনিতে সাজানো ফুলের টব,
এসব কোন কিছুই আমি চাইনি
চেয়েছি শুধু, ভালবাসা মাখানো ছোট্ট একখানা সংসার।
স্বপ্ন শুধু স্বাধীনতার, ব্যাস! এতটুকুই আর বেশি কিছু নয়
স্বপ্ন শুধু আলিঙ্গনে তোমায় পাঁজর মাঝে জড়িয়ে রাখার,
ইচ্ছে হয়, জড়িয়ে ধরে পাশাপাশি শুয়ে থাকার
চেয়েছিলাম- এক ফালি চাঁদের জোছনার আলোয়,
আলোকিত হোক আমাদের শয্যা।
পৌষের হাড় কাঁপানো হিমেল হাওয়া
চারপাশের কুয়াশাচ্ছন্ন কনকনে ঠাণ্ডায়-
পাশে শুয়ে থাকা মানুষটার গায়ে উষ্ণতা ছড়িয়ে দেওয়া-
ব্যাস এতটুকুই ছিল চাওয়া।
সময়ের স্রোতে ভেসে হয়তো! একদিন
আমার ইচ্ছে গুলো যাবে মুছে, তোমার স্মৃতির অন্তরালে,
বুঝবে যখন, আমার ইচ্ছে গুলো ছিল যৎসামান্য -,
তখন আমি থাকবো হয়তো !
তোমার আঙিনা ছেড়ে অনেক দূরে।