থাকুক যতই দুঃখ- বেদনার ভার
মা'গো তোমার মত ত্রি ভুবনে কেউ নাই আপনার।
দেখলে মা'গো তোমার মমতাময়ী মুখ,
পাই মা'গো ভুবন ভরা সুখ।
জীবন জুড়ে, যতই থাকুক দুঃখ ভয়
মা'গো তোমার আঁচল আছে ছায়াময়,
একবার দেখলে, মা'গো তোমার মুখ-
নিশ্চিহ্ন হয়ে যায়, সকল দুঃখ শোক।
মা'গো তোমায়, ঘিরে কেটে যায় সারা বেলা
নিশ্চিন্তে কাটাই সকাল, বিকাল, কিংবা সন্ধ্যাবেলা,
তুমি পাশে থাকলে, জীবন চলার পথে কোন দুঃখ নাই
অন্তর থেকে যদি, তোমার আশীর্বাদ পাই ।
জীবন চলার পথে যখন দুঃখ কষ্টে ভাসি
মা'গো তুমি, সব রুখে দিয়ে পাশে দাঁড়াও আসি,
মায়ের মত, এমন আপন পাবে নাকো আর
সন্তানের কষ্টে, মায়ের জুড়ি মেলা ভার,
ত্রি ভুবনে মায়ের মতো, নাই'কো আপন আর ।
রচনাকাল : ০৭/১২/২১