মুজিব মানে –
বাংলা মায়ের অহংকার
নরপশুদের থেকে ছিনিয়ে আনা-
বঙ্গ মায়ের অধিকার ।
রক্তপিপাসু, হানাদারদের বুকে হাহাকার
গর্বিত বাংলা মায়ের জয়জয়কার ।
মুজিব মানে –
বাংলা মায়ের অহংকার
নরপশুদের, থেকে ছিনিয়ে আনা
বঙ্গ মায়ের অধিকার,
রক্তপিপাসু- হানাদারদের বুকে হাহাকার
গর্বিত বাংলা মায়ের জয়জয়কার ।
মুজিব মানে –
বাংলা মায়ের শ্রেষ্ঠ গর্ব
অগ্নিঝড়া কণ্ঠে,
নরঘাতকদের অহংকার করেছিলে খর্ব ।
মুজিব মানে –
স্বাধীনতার উদীয়মান রবি
পল্টনের জনসমুদ্রে এঁকেছিলে -
স্বধীনতার প্রতিচ্ছবি,
তাইতো, নির্মলেন্দু দিয়েছে নাম তোমার -
“৭-ই মার্চের কবি”।
মুজিব মানে –
বাংলার বুকে শ্রেষ্ঠ ইতিহাস
“৭১” এর রণাঙ্গনে যার বহিঃপ্রকাশ,
লাল-সবুজ পতাকায় ছেয়েছিল -
বাংলার আকাশ ।
মুজিব মানে-
ফসল ভরা মাঠে কৃষকের হাঁসি
স্বাধীন পতাকা হাতে,
বাঙ্গালীর হাঁসি রাশি রাশি ।
শ্রেষ্ঠ বঙ্গ সন্তান
বাঙ্গালী আমরা তোমায় ভালবাসি ।।