দুর্গা মা তুমি, ধরণী'তে আসবে বলে
সবার হৃদয় জুড়ে বইছে, খুশির দোলা,
মাগো তোমার আগমনের পথ চেয়ে
ছোট-বড় সকলের শুধুই প্রহর গুনা ।
দেবী তোমার আগমনে ...
প্রভাতে শিশির বিন্দু ঘাসের বুকে,
মাঠ জুড়ে বিস্তৃত শুভ্র বরণ কাশে-
শোভা বাড়ায়, প্রকৃতির নতুন রূপ এসে ।
মা তুমি আসছ বলে
আকাশ জুড়ে মেঘেদের আনাগোনা,
শিশির ভেজা সকালে, ঝরে পরে শিউলি,
নদীর ধারে দোলে কাশফুল -
ভোরের ঘাসে জড়িয়ে থাকে, শিশিরস্নাত শুভ্রতা ।
দিন গুনতে গুনতে অবশেষ !
ষষ্ঠী তিথি'তে বেল তলায় পূঁজার হয় শুরু,
ঢাকের তালে, মাকে করে সবাই বরণ ।
সপ্তমী'তে চক্ষু দানে ;
মা যেন চক্ষু মেলে, নতুন করে দেখেন আমাদের ।
অষ্টমী'তে অঞ্জলি দিতে ;
ফুল, বেল পাতা, তুলসী, দূর্বা সাজিয়ে-
পুষ্পপত্র নিয়ে, অঞ্জলি দিতে মায়ের মন্ডপে হাজির সবাই ।
নবমী'তে অসুর মর্দিনী রূপে ;
মা করেন, অশুভ শক্তি থেকে সকলকে মুক্তি ।
দশমী'তে মা যাবেন চলে ;
অশ্রুসিক্ত চোখে, সবাই মাকে দেয় বিসর্জন
মিষ্টি মুখে, ধুনচি হাতে, ঢাকের তালে তালে,
জলে ভাসান হয় দেবী বিগ্রহ ।
মাগো তুমি দশভুজা....
ভক্তের কল্যাণে ধরণী'তে আসবে সপরিবারে,
তোমার অপরূপ রূপের করবো সবাই দর্শন
মাগো তোমার মধুর রূপে, মজে যায় ত্রিভুবন !
অশুভ শক্তির বিনাশ করে
ধুঁধুঁ আঁধার ভেঙে আলোর দিকে,
নিয়ে চল মাগো তোমার জয়রথে ।