ওহে ! বহুরূপী করোনা
ক্ষণে ক্ষণে পাল্টাও তোমার রূপ-
যুক্তরাষ্ট্রে আলফা রূপে, দক্ষিণ আফ্রিকায় বেটা রূপে
ব্রাজিলে গামা রূপে আবার কখনও ভারতের ডেল্টা রূপে,
আরও কত রূপ দেখবো তোমার কে জানে ?
কোভিড করোনা !
তোমার ভয়াল ছোবলে আজ, আক্রান্ত সমগ্র বিশ্ব
অসুস্থ বিশ্ব থেকে, ভেসে যাচ্ছে সমৃদ্ধি,
অশ্রুজলে ভাসছে আজ, তোমার ভয়ঙ্কর রূপ দেখে ।
তুমি এতো ভয়ঙ্কর !
তোমার ভয়ে, সবাই আজ ভীত
তোমার দানবী আবির্ভাবে কাঁপছে বিশ্ব,
অতিদ্রুত জনশূন্য হচ্ছে এ পৃথিবী,
লাশের পর লাশের স্তূপ.....
এখন তুমি, শুধুই বেহালার করুণ সুর ।
তোমার হিংস্র ছোবল থেকে রক্ষা পেতে –
নিঃশ্বাস থেকে সরে যাচ্ছে নিঃশ্বাস,
হৃদপিণ্ড থেকে সরে যাচ্ছে হৃদপিণ্ড,
শরীর থেকে সরে যাচ্ছে শরীর ।
তোমার দানবী রূপ দেখে
সম্পর্ক এখন দূরত্ব মেপে চলে,
কি যেন? অজানা ভয় দাপাদাপি করে বুকের ভিতর ।
বিকেলের ফিকে হওয়া রোদ -
শরীরের নম্রতা মেখে চুপচাপ বন্দি একা ঘরে ।
দোহাই করোনা .........
অনেক হয়েছে এবার চলে যাও,
বিদায় নাও চিরতরে,
আর করো না প্রাণ ঘাত -
ভয়কে জয় করে, এবার বাঁচতে চাই সবাই মিলে ।
রচনাকাল : ০৯/০৭/২১