আমি মধ্যবিত্ত !
ভাগ্যের নিষ্ঠুর নির্মমতার সাথে-
খেলা করি অবিরাম,
চোখেতে ভাসে কতশত কল্পনা !
দিন কাটে আমার-
হাঁসি-খুশি আর ভাল থাকার অভিনয়ে ।
আমি মধ্যবিত্ত!
দারিদ্রের ভয়াল থাবায় পিষ্ট হওয়া-
আমি এক কষ্টের ফেরিওয়ালা ।
অভিনয়ের অভিপ্রায়ে সেজে থাকি আমি সভ্য-
রং বেরঙের পোশাকের আবরণে।
আমি মধ্যবিত্ত!
কতশত সুখের কল্পনা আঁকি হৃদয় মাঝে,
নিমেষেই আবার যায় মুছে, বাস্তবতার ধুলি ঝড়ে-
নিশ্চিহ্ন হয়ে যায়, নিষ্ঠুর বাস্তবের পদাঘাতে।
কপালে, কব্জিতে মধ্যবিত্তের চিহ্ন নিয়ে -
আমি উঠি বেড়ে, এক বুক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে।
আমি মধ্যবিত্ত!
আমি নিত্য দিন কতো হিসাব করে চলি !
সাক্ষী হয়ে রয়, নগরীর রাজ পথের ধূলি।
চলার পথে হিসাব কষি মগজের হিসাবমেশিনে-
কষ্টের সংসার চলবে কি, সামান্য মাইনেতে ?
আমি মধ্যবিত্ত !
জন্মেছি আমি- মধ্যবিত্তের বাস্তু ভিটায়
আজন্ম কষ্টের প্রতিচ্ছবি মধ্যবিত্ত হয়ে,
হৃদয়ে জমানো যাবতীয় উচ্চাকাঙ্ক্ষা নিয়ে।
রচনাকাল : ১২/০৪/২২