বিকেলের গর্ভপাতে সন্ধ্যা নামে প্রতিদিন
ছায়মৃত মানুষের গর্ভ দানে,
আজ, বিকেলের শূন্য আত্মহত্যা
অনেক দূরে স্মৃতির আড়ালে দ্বীপ হয়ে -
উঁকি মারে, স্মৃতিময়…
ছোট ছোট আলোর তীর বিন্দু ।
আজ, অনেক কিছু এড়িয়ে গেছি -
পুরানো সেই পার্ক ... ফেলে আসা স্মৃতি..
এইভাবে- বিকেল খসে পরে নিয়মিত,
ছিটকে পরে সন্ধ্যাতারা....
কক্ষ পটে রাত হয় ।
ঝিম ধরা ফেরারি বিকেল
ঝিম ধরা আঁধার.......
আঁধারের হাত বেয়ে নামে-"হারানো স্মৃতি" ।
আজ কোন আলো নয়
নয় কোন স্মৃতি,
স্মৃতি সব, হয়েছে বিসর্জন
রাতের কালো আঁধার মাঝে -
আজ, বেঁচে আছে শুধু -
"স্মৃতিহীন নিরামিষ বন্যতা" ।।