সকল মায়ার বাঁধন ছেড়ে
প্রাণ পাখি একদিন যাবে উড়ে,
ফিরবে না'কো কভু-
বহু যত্নে সাজানো আপন নীড়ে।

এক এক করে, চলে যেতে হবে সবার
ছেড়ে দিতে হবে, মায়ায় ঘেরা এ জগৎ সংসার
অচিন পুরে একদিন, সবাই যাব চলে-
নতুন করে বাঁধবো আবার অজানায় আপন ঘর।

ছিল কত আপনজন, চলে গেল ছেড়ে-
সকল মায়ায় বাঁধান,
জানি, ফিরবেনা কখনও তারা, এ ভুবনে
তাদের জন্য তবু কেন?
শূন্য হৃদয়ে, দু'চোখে ঝরে অশ্রুজল।

চলে যেতে হবে একদিন, সকল বাঁধন ছিন্ন করে
কোন এক অজানা গন্তব্যে, নেই কারো জানা,
কোন এক নির্দেশে, অচিন দেশে যেতে হবে চলে
শুনবে না কারো মানা।

জানি একদিন যাবো চলে অজানায়
সেখান থেকে, ফিরবার নাই কোন উপায়।

রচনাকাল : ০৩/১১/২০২২
বারহাট্টা