মুখোশের আড়ালে, মুখোশ....
সমাজ জুড়ে আছে কিছু-
মুখোশধারী স্বার্থান্বেষী, সুবিধাবাদী লোক,
জ্ঞানী ব্যক্তিকে পুঁজি করে -
উদ্দেশ্য হাসিল করাই, যাদের ঝোঁক !
ভাল মানুষের মুখোশের আড়ালে
কুচক্রিরা সব ভদ্র সেজে থাকে,
সহজ-সরল মানুষ গুলোকে, মিথ্যা আশ্বাস দিয়ে রাখে ।
মিষ্ট ভাষা বলাই, এদের জন্মগত স্বভাব
বিবেক আর মনুষ্যত্ব -
এদের মাঝে, বড়ই অভাব !
মানুষ পালটায় রূপ ক্ষণে ক্ষণে
বোঝার সাধ্য কার,
একই মানুষের ভিন্ন রূপ-
কখনো ত্যাগী আবার কখনও চাটুকার ।
অন্তর ভরা হিংসা তাদের
সুযোগ সন্ধানে থাকে,
মিষ্টি কথায় হাত চুল্কিয়ে -
মুখোশের আড়ালে, মুখ লুকিয়ে রাখে ।
মুখে বলে এক, অন্তরেতে ভিন্ন
করে বাহাদুরী.......
ভাল-মন্দের আচরণে বিচিত্র এই দুনিয়া
স্বার্থান্বেষী'রা সবাই আজ মুখোশধারী ।
মুখোশধারী’র আতঙ্কে আতঙ্কিত-
অর্ধনগ্ন ধুধু অন্ধকার,
চারিদিকে শুনি. একই আওয়াজ –
মুখোশধারীরা আজ নিপাত যাক ।
ওরে ! মুখোশধারী নরপিশাচের দল
সময় হয়েছে এবার,
টেনে হেঁচড়ে মুখোশ করবো উন্মোচন ।
রচনাকাল : ১৮/১১/২১