২৫-মার্চ কালো রাতে -
মানব বেশি হিংস্র দানবের বেশে,
পাকি হানাদার হিংস্র হয়, ঢাকা শহরের বুকে,
চোখে তাদের নির্মমতা, হৃদয়ে রক্তপিপাসা ।
রাত্রি দ্বি প্রহরে....!
আকাশ-বাতাস কাঁপিয়ে গর্জে উঠে -
অত্যাধুনিক রাইফেল, মেশিনগান আর মর্টার,
ঘুমন্ত নগরী কেঁপে উঠে, বুলেট আর বারুদে ।
চারদিকে চিৎকার আর বাঁচার আর্তনাদ
সারি সারি লাশের স্তূপ,
নারী, পুরুষ, পঙ্গু, যুবা.....
হায়েনার ছোবল থেকে, রেহাই পায়নি মৃতপ্রায় বৃদ্ধা
এমনকি মায়ের কোলে ঘুমন্ত নিষ্পাপ শিশু ।
অপারেশন ‘সার্চলাইটের’ নির্মমতায় !
মুহূর্তেই ঢাকা শহর পরিণত হয় লাশের শহরে ।
ব্যস্ত মিলিটারি ভ্যান, ব্যস্ত নরপিশাচের দল...
ক্ষতবিক্ষত লাশ পরে আছে, এখানে সেখানে,
ছোপ ছোপ রক্তের দাগে রঞ্জিত, ঢাকার রাজপথ
রক্তের স্রোত মিশেছে এসে বুড়িগঙ্গার বুকে ।
ওরে ! রক্তখেঁকো, নরপিশাচের দল
গণহত্যা দিবসের '৫০' বছরে এসেও
বাঙালি আমরা তোদের ঘৃণা করি,
তোদের মুখে দেই থুথু....।