শুভ্র সাদা মেঘের ভেলায় চড়ে
উৎসবের আমেজে, শরত আসে বাংলার ঘরে,
শিউলি ফুল গন্ধ বিলিয়ে -
মাতাল বাতাসকে দেয় মাতিয়ে ।
শিশির ভেজা ঘাসে, রুপালী রোদের আভা
শিশিরের স্নিগ্ধ পরশে, বাড়ে প্রকৃতির শোভা ।
নদীর কোলে, মাতাল হাওয়ায় কাশবন দোলে
জ্যোৎস্না রাতে, কাশফুলের সাথে চাঁদ মামা খেলে ।
আকাশ জুড়ে সাদা-নীল মেঘের লুকোচুরি খেলা
দশভুজা মায়ের আগমনের প্রহর গুনে, কেটে যায় বেলা ।
হৃদয় মাঝে বইছে শুধু, মায়ের আগমনী গান
উৎসবের আমেজে, ঢেউ লাগে হৃদয়ে মেতে ওঠে প্রাণ ।
আশ্বিন জুড়ে প্রকৃতিতে বয়ে চলে, ঝিরঝির হাওয়া
শুক্ল পক্ষে মহালয়ার পর, পূজোর প্রহর গুনে যাওয়া ।
মহাশক্তি মহামায়া, দেবী যোগমায়া
তুমি আসবে বলে,
অপেক্ষারত ঢাক, ঢোল, ঘণ্টা, কাঁসর......
সদ্য ফোটা কামিনী, মালতি, হাসনাহেনা, পদ্ম, টগর ।
ভক্তি দিয়ে, তোমায় মাগো মন থেকে পূঁজিব
পঞ্চ প্রদীপ জ্বালিয়ে মাগো, শঙ্খ ঢাক বাজাবো ।
মঙ্গলময়ী. করুণাময়ী তুমি মঙ্গল করো সবার
"কাল রাত্রির" কালিকা রূপে ধ্বংস কর অপশক্তির আঁধার ।
রচনাকাল : ০২/১০/২০২১