জ্যোৎস্না রাতে ঝলমলে, নাগরিক চাঁদের মিষ্টি হাঁসি
সবার চেয়ে মাগো তোমায় আমি, অনেক ভালবাসি ।
আকাশের বুকে জ্বলে, মিটি মিটি তারার মেলা
দু’চোখ ভরে দেখবো তোমায় দিবানিশি সারাবেলা ।
নিশি রাতে গহীন আঁধারে, নিস্তব্ধ এ ভুবন
মাগো তোমার আদর-স্নেহ, চাইবো সারাজীবন ।
আমি যদি আকাশ হই, তুমি আমার চাঁদ
ভালবেসে যেও শুধু, মাথায় রেখে হাত ।
তুমি যদি সুখী হও, তোমার সুখেতে হাঁসি
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে, মাগো তোমায় ভালবাসি ।
পৃথিবী সব সুখ লুটাতে পারি, মাগো তোমার পায়
ভালবেসে ডাক যখন-“আয় খোকা আয়” !
তোমার মুখের হাঁসি মাগো, লাগে আমার ভালো
তুমিই আমার জীবনের, ভুবন ভাসানো আলো ।
রাজার যেমন রাজত্ব আছে, মাগো আমার আছ তুমি
তুমি ছাড়া আমার জীবন, ধুধু মরুভূমি।
রচনাকাল : ২১/১১/২১