একদিন ভালবেসে, জড়িয়ে নিয়েছিলে বুকে
দিয়েছিলে ঠাঁই, তোমার কোমল হৃদয় মাঝে,
ভেবেছিলাম ! পেয়েছি সব......
হেসেছিলাম, মনে মনে ।

তোমাকে ভালবাসি বলেই -
কখনো'ই ছুঁয়ে দেখিনি চাঁদ,
তোমাকে ভালবাসি বলেই -
স্পর্শ করে দেখিনি শিশির বিন্দু,
শুধুই স্পর্শ করেছি তোমায় ।

তোমাকে ভালবাসি বলেই
ভূমধ্যসাগরে'র কোন অন্তরীপ থেকে -
কোকিলে'রা, কোলে করে নিয়ে আসে বসন্ত,
সেই, বসন্তে'র রঙে রাঙ্গিয়েছিলাম তোমায় ।

আজ, বেড়েছে দূরত্ব......
দিন যায় - দিন আসে,
বাস স্টপেজে একাকী থাকি বসে,
আজ, কবিতার পলল ভূমিতে বুনি শস্য সাক্ষাৎ
হরহামেসাই ভাবি -
এবার হোক, তোমার - আমার বিদায় প্রাতঃ ।

আমাকে চেন'নি বলেই
তিরস্কার করে বলেছ ;
"আগে নিজেকে চেন, তারপর না হয়".....


রচনাকাল : ২০০৭ ইং
স্থান : দমদম পার্ক, কোলকাতা ।