তোমার ভালবাসা'র স্রোতে ভাসতে ভাসতে....
একদিন, আমাদের ভালবাসা'র মাঝে আসবে- "পৌষ"
ভিজবো আমরা, কুয়াশায় ভেজা শিশির বিন্দু মাঝে,
শুরু হবে, আমাদের প্রেমপর্ব ।
কুয়াশা ছন্ন রাতে, ক্লান্ত গুটগুটে অন্ধকার
ভয়ে জড়সড় হয়ে, অনুভব করেছো নিঃসঙ্গ'তা,
রাতের প্রদীপ, জোনাকি'র আলোয় আলোকিত করে
শুষে নেব !
সব ভয়, সব নিঃসঙ্গ'তা ।
ভালবাসার বেড়ি দিলাম, তোমার রাঙা পায়ে
ফেলে এসেছো, অতীতে'র সব দুঃখ-বেদনা,
ফেলে আসা, সেই সব আর্তনাদ-
যা তোমার ছোট্ট হৃদয়খানি কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল ।
তোমায় আজ আড়াল করলাম, কাশফুলের'র আবরণে
দুঃখ আর আর্তনাদে'র পাখি দিলাম উড়িয়ে-
রাতে'র গভীর আঁধার মাঝে ।
বিবর্ণ গোধূলি আজ, হারিয়েছে সূর
তুষার আবৃত বুক, তোমার নিঃসঙ্গ'তা কাটিয়ে
তোমার আলতা রাঙানো পা পড়েছে -
আজ, আমার ভালবাসা'র ধরণী'তে
হেসে উঠেছে ঘাস ফুল -
নির্জন বিকেলে'র মাঠে ।