যুদ্ধ মানেই জীবন, জীবন মানেই যুদ্ধ
জীবনের প্রতিটি স্তরে স্তরে সাজানো যুদ্ধ -
যুদ্ধ চলছে আজ, দু’বেলা দু’মুঠো খাবার...
যুদ্ধ আজ, কোনরকম বেঁচে থাকার,
যুদ্ধ আজ, মর্যাদা লাভের আশায় ।
দু'মুঠো ভাতের জন্য যুদ্ধ করছি
অসহায় গরীবের মতন,
অনাহারে-অর্ধাহারে বেঁচে আছি
মাথা গুজার ঠাঁই আমার,
ফুটপাত অথবা ভালবাসার ভাঙা কুঁড়ে ঘর ।
যুদ্ধ করে কোনরকম বেঁচে আছি
ভাল থাকার নাটকের অভিনেতা মধ্যবিত্ত হয়ে,
পকেট ভর্তি টাকা নেই, আছে শুধু মাথা ভর্তি টেনশন ।
জীবন চলার পথে আছে-
হাসি-কান্না, আনন্দ-বেদনা, খুনসুটি আর সংগ্রাম,
জীবনের সব রঙ পাবে, ছিমছাম সাজানো ঘরটা’তে ।
যুদ্ধ করছি আজ, ধনী হয়ে মর্যাদা লাভের আশায়
কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, কোটি টাকার বাড়ি
শখের বশে কিনে নেই হরেক রকম গাড়ি ।
জীবন চলার পথে,
বাড়ী-গাড়ী সবই আছে, চাই শুধু মর্যাদা ।
যুদ্ধ.... যুদ্ধ... যুদ্ধ ...!
যুদ্ধ করে বেঁচে আছি, ধনী-গরীব কিংবা মধ্যবিত্ত
সংগ্রামের মাঝেই, জীবনের রঙ বদলায়,
গরীব বিত্তবান আবার বিত্তবান গরীব হয়ে যায়
মধ্যবিত্ত হয়তো আবার মধ্যবিত্ত'ই রয়ে যায় ।
রচনাকাল : ২৮/০৮/২০২১ইং