জীবন মানে, ঘুম চোখে দেখা, প্রথম রবির কিরণ
কিছু স্মৃতি, কিছু ভালবাসা অথবা ঘৃণার আবরণ।

জীবন মানে, উত্থান-পতন, সুখ-দুঃখের খেলা
বহমান নদীর জোয়ার-ভাটায় ভেসে যাওয়া ভেলা।

জীবন মানে, জয়-পরাজয় একই সূত্রে গাথা
জীবন চলার পথে, না মিলানো কিছু হিসাবের খাতা।

জীবন মানে, ঘাত-প্রতিঘাত প্রতিহিংসার রীতি
ফেলে আসা প্রেম-বেদনার অফুরন্ত স্মৃতি।

জীবন মানে, সদ্য জাত শিশুর অসহায় ক্রন্দন
বিনি সুতোয় গাঁথা, জীবনে পথে সুখ-দুঃখের বন্ধন।

জীবন মানে, মনুষ্যত্ব হীন মানুষদের ভালবাসা
ব্যস্ত জীবনের ফাঁকে, প্রিয়জনদের কাছে পাওয়ার নেশা।

জীবন মানে, একে অপরের তরে বিলিয়ে বাঁচা
সৃষ্টির মাঝে মরণে অমর হবো, এক দিন শূন্য হবে খাঁচা।


রচনাকাল
২৬/০৮/২০২৩
বারহাট্টা, নেত্রকোনা।।