আমি আজ সমাজচ্যুত
আমি আজ নির্যাতিত,
আমি আজ নিপীড়িত
আজ, আমি নির্বাসিত ।
হৃদয় ভরা স্বপ্ন, সাজানো স্তরে স্তরে
কিনে নিয়েছে, উদাসীন বিকেল রোদ্দুর ।
শৈশবের রূপকথা পাখি
দেখিনা কোথাও আজ,
চোখের সামনে শুধু –
আশা-আশাহীনতার ধুধু হাহাকার ।
হৃদয় মাঝে জ্বলছে আজ, মৃত্যু ক্ষুধা
মৃত্যুই আজ, আমার- প্রাপ্য অধিকার
পদতলে পিষ্ট হচ্ছি রোজ,
রোজ, আমাকে হত্যা করা হচ্ছে ।
জীবনের কাছে- আমি আজ পরাজিত
রৌদ্র পোড়া দুপুরের বাতাস-
যেন আজ, পরাজিত জীবনের
আগাছা ঘাস ।
মৃত্যুবীজ যন্ত্রনা, আমার হৃদয়ে ছায়া ফেলে
আমি দেখেছি, জীবনের নগ্নতা
বিশ্বাসহীনতার সাজানো করতল ।
দাও দাও আমায় মৃত্যু
কর আমার শিরচ্ছেদ,
জীবন-মৃত্যুর মাঝে, খুঁজি তফাৎ
জীবন-মুত্যুর মাঝে, আজ কাটাই দিন-রাত ।