সুসময়-দুঃসময়ের সন্ধিক্ষণে -
খুঁজে বেড়াই আজ নিজের অস্তিত্ব,
ক্লান্তিহীন পথে, ছুটে চলেছি আমি একা
দেখছি, চাওয়া-পাওয়ার অনেক হিসাব –
আমার দু’চোখে ।
মাঝে মাঝে হারিয়ে ফেলি নিজেকে -
সময়ের নির্মম প্রহারে ।

আকাশের সীমানার শুরু দেখেছি
দেখেছি সাগরের শেষ,
আকাশ–সাগরের মাঝে, খুঁজি আজ নিজেকে
আকাশ খুঁজতে গিয়ে দেখেছি আমি –
কালবৈশাখী ঝড়, ভেঙে দেয় হৃদয়,
অঝোর ধারায়, বৃষ্টি ঝরে দু’চোখ থেকে ।

সাগর খুঁজতে গিয়ে দেখেছি আমি -
কত সাইক্লোন, তছনছ করে দেয় মানুষের মন
আরো অনেক কিছুই দেখেছি আমি-
আমার ক্লান্ত দু’চোখে !
কত নির্মমতা সয়ে গেছি, আমার ভাঙা হৃদয়ে ।

জীবন চলার পথে দেখেছি -
কেউ কাঁদে, আবার কেউ আনন্দেতে হাসে,
কেউবা হিংসায় জ্বলে পুড়ে মরে,
জীবনের শুরু থেকে আজ পর্যন্ত -
অনেকটা পথ চলার পর, ক্লান্ত হয়ে !
থমকে দাড়িয়ে'ছি আজ, আবার একাকী ।

আমার চারিপাশে সব সাজানো-গোছানো
পরিপাটি ........!
শুধু আমার সব আশা ফুরিয়ে যায়, এক নিমেষে,
স্বপ্ন'রা ভেঙ্গে যায়, বাস্তবতার নির্মম পদাঘাতে ।

জীবন চলার পথে কিছু শব্দহীন কান্না -
কিছু জাগ্রত অনুতাপ,
কিছু হতাশা, কিছু কষ্টকে পুঁজি করে -
ছুটে চলে জীবন, নিজস্ব গন্তব্যে,
গুটি কয়েক আশার মাঝে, বন্দী হয়ে বেঁচে থাকে জীবন ।